খেলাধুলা

এটাই শেষ বিশ্বকাপ কি না জানালেন সাকিব নিজেই

মোহনা অনলাইন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে বাংলাদেশ দল এখন আমেরিকাতে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কি ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সাকিব আল হাসান? শাকিব নিজেই জানিয়েছেন সবগুলো বিশ্বকাপ খেলার ভালো লাগার কথা। জানালেন, আগামী বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছার ব্যাপারে।

সাকিব বলছিলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’

সাকিবের আশা আরো একটা বিশ্বকাপ খেলার, ‘আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি।  তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

যুক্তরাষ্ট্রে সাকিবের সেকেন্ড হোম ফলে সেখানকার উইকেটে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবে কিনা বাংলাদেশ এ নিয়ে সাকিব বললেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’

২০০৭ সাল থেকে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তখন থেকে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে প্রতিটিতেই খেলেছেন সাকিব। শুধুমাত্র তিনি ও ভারতের রোহিত শর্মার আছে এই কীর্তি। বিশ্বকাপের নবম আসর শুরু হতে যাচ্ছে। বাংলাদেশি তারকা গিয়েছেন তার নবম আসর খেলতে। তার ইচ্ছা এবার দেশকে রঙিন কিছু উপহার দেওয়ার। মাঠে সেই প্রতিফলন দেখা যায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button