এমবাপ্পের দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান হল। এর আগে বেশ কয়েকবার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে আটকে গিয়েছে রিয়াল-এমবাপ্পের চুক্তি। তবে এবার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়ালে যোগ দিয়েছেন ফরাসি তারকা। এরইসাথে ইতি টানলেন ছয় বছরের প্যারিস অধ্যায়ের।
এবারের মৌসুমে এমবাপ্পেকে ছাড়া লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল। তাই এমবাপ্পের অন্তর্ভুক্তি যে দলটির আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে, সেই বিষয়টি ভালোই জানা লাপোর্তার। আর সেটিকে বার্সেলোনার জন্য দুঃসংবাদ বলছেন ক্লাবটির প্রেসিডেন্ট।
সম্প্রতি রিয়াল মাদ্রিদে এমবাপ্পের যোগদানের বিষয়ে কথা বলতে গিয়ে বার্সা প্রেসিডেন্ট হুয়ান বলেন, ‘একজন বার্সা ভক্ত হিসেবে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে খেলতে দেখা আমার জন্য বড় দুঃসংবাদ।’ সত্যি বলতে আমি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি অনুসরণ করতে পছন্দ করি। লা মাসিয়ায় আমাদের খেলোয়াড় তৈরি হচ্ছে। আমি প্রতিদ্বন্দ্বীদের সম্মান করি কিন্তু নিজের দর্শন মেনে চলি।’
সোমবার (৩ জুন) রাতে এক বিবৃতিতে এমবাপ্পেকে দলে ভেড়ানোর নিশ্চিত করেছে রিয়াল। বিবৃতিতে ক্লাব জানিয়েছে, আগামী ৫ মৌসুমের জন্য এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করে এমবাপ্পে নিজেও স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন।