নিজেদের প্রথম ম্যাচে আজ ভোরে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ‘মাঠে নামলে কেউ বড় নয়’— অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এভাবেই হুঙ্কার দিয়েছিলেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস। কিন্তু মাঠের খেলায় শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি ওমানের ক্রিকেটাররা।
বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রত্যাশিতভাবেই জয়ের হাসি হেসেছে মিচেল মার্শের দল। মার্কাস স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে ওমানকে ৩৯ রানে হারিয়েছে তারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে অজিদের ইনিংসের শুরুটা হয়েছিল ওয়ানডে মেজাজি। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্শরা এদিন টি-টোয়েন্টি সূলভ ব্যাটিং করতে পারেননি। ৫৬ রান করতে ৫১ বল খেলেন ওয়ার্নার। ২১ বলে ১৪ রান করেন মার্শ।
১০ বলে ১২ রান করে ফেরেন হেড। অন্যদিকে নিজের মোকাবেলা করা প্রথম বলেই আউট হন গ্ল্যান ম্যাক্সওয়েল। এমন পরিস্থিতিতে বড় সংগ্রহ পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া। যদিও সব শঙ্কা দূর হয় স্টয়নিসের ঝড়ো ব্যাটিংয়ে।পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। দলীয় ৩০ রানের আগেই সাজঘরে ফেরেন টপ-অর্ডারের তিন ব্যাটার।
এরপর দলীয় ৫৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। পরে সমান দুটি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৬ রান করে আইয়ান খান ফেরার পর ১৬ বলে ২৭ রানের ক্যামিওতে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মেহরান খান।
তবে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দলটি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করেই থামতে হয় তাদের। এতে ওমানকে ৩৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো অস্ট্রেলিয়া।