আগামী শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। নড়বড়ে ব্যাটিং লাইনআপ হলেও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া টাইগাররা। মাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হতাশাজনক পারফরমেন্স করলেও অনেকটাই আত্মবিশ্বাসীই মনে হচ্ছে টাইগার শিবিরকে। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে তারা। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও অসহায়ভাবে হার বরণ করে নেয় বাংলাদেশ।
টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান কান্দাম্বি জানালেন, এই ম্যাচের আগে বাড়তি চাপ নিচ্ছে না দল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘চাপ কাজ করছে না। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের তাই আত্মবিশ্বাস আছে, আশা করছি সেই মোমেন্টাম নিয়েই খেলব।’
জয়ের ব্যাপারে আশাবাদী কান্দাম্বি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ আমরা জিতেছি। সব মিলিয়ে আমরা ওদের বিপক্ষে খুবই ভালো খেলেছি। আমার মনে হয় ছেলেদের ঐ আত্মবিশ্বাস আছে। বাংলাদেশের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে আমরা কাজ করছি। সাম্প্রতিক সময়ে ওদের বিপক্ষে খেলার কারণে ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’
আগের ম্যাচে ৭৭ রানে অলআউট হওয়ার পরেও বোলিংয়ে ভালো করেছিল লঙ্কানরা। সেই প্রসঙ্গে কোচ বললেন, ‘এটা আসলে একটা ম্যাচের ব্যাপার। আমরা ভালো ব্যাটিং করিনি কিন্তু নিউ ইয়র্কে আমাদের বোলার এবং ফিল্ডাররা এত অল্প রান ডিফেন্ড করতে যে লড়াইটা করেছে সেটা দারুণ। ছেলেদের উপর আমার ভরসা আছে এবং ব্যাটাররা সবাই অনেক ম্যাচ খেলে ফেলেছে তারা যেকোন সময়ই ফিরে আসবে।’