টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। আগের হ্যাটট্রিক ছিল ব্রেট লির। কাকতালীয়ভাবে সেই কীর্তিও ছিল বাংলাদেশের বিপক্ষেই। সবমিলিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম হ্যাটট্রিক পেয়ে গেল। অথচ অজি পেসারের জানা ছিল না যে, তিনি হ্যাটট্রিক করেছেন!
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে প্রথম স্পেলে উইকেটশূন্য ছিলেন কামিন্স। এরপর দ্বিতীয় স্পেলে তিনি আক্রমণে আসেন ১৮–২০ ওভারের মধ্যে। তবে অজি পেসার অবশ্য এক ওভারেই হ্যাটট্রিক পাননি। ১৮তম ওভারের শেষ দুই বলে নিয়েছিলেন দুই উইকেট। এরপর ইনিংসের শেষ ওভারে এসে প্রথম বলেই ফেরালেন তাওহীদ হৃদয়কে। স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েছেন তাওহীদ হৃদয়। এদিন প্যাট কামিন্স ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। যা পরে অজিদের ২৮ রানের জয়ে বড় ভূমিকা রেখেছে।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটা করেছিলেন সাবেক অজি পেসার ব্রেট লি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেপটাউনে সেদিন ব্রেট লির পেস তোপের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও অলক কাপালি।