T20 বিশ্বকাপ ক্রিকেটখেলাধুলা

ভারত-অস্ট্রেলিয়া কে উঠবে সেমিফাইনালে!

মোহনা অনলাইন

টি-টোয়েণ্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলের। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি শেষ চারে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ টি-২০ বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

সেন্ট লুসিয়ায় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচই অনেকটাই ঠিক করে দেবে কোন দুই দল যাবে সেমিফাইনালে। কিন্তু এই পথে বাধা হয়ে যেতে পারে বৃষ্টি।

সুপার এইটে দুই ম্যাচ খেলে ২টিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে ভারতের। হেরে গেলেও সেমির সুযোগ থাকবে ভারতের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে আফগানিস্তান হারলে, অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে খেলবে ভারত। আর যদি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তখন রান রেট বিবেচনা করতে হবে। বর্তমানে ২.৪২৫ রান রেট নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে ভারত। ০.২২৩ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। -০.৬৫০ রান রেট নিয়ে তৃতীয়স্থানে আছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে না হারলেও, সেমিতে চলে যাবে ভারত।

সোমবার সেন্ট লুসিয়ার আবহাওয়ার যা পূর্বভাস অনুযায়ী, বৃষ্টির প্রায় ৫৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। যদি এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়, তাহলে দুই দলকে একটি করে পয়েন্ট দেওয়া হবে। তখন পাঁচ পয়েন্ট নিয়ে সেমিতে যাবে ভারত। অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট হবে মাত্র তিন। এর পর তাদের নির্ভর করতে হবে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের ওপর।

এখন পর্যন্ত টি-২০‘তে ৩১বারের মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারত ১৯টিতে এবং অস্ট্রেলিয়া ১১টিতে জিতেছে। টি-২০ বিশ্বকাপে জয়ের দিক দিয়ে এগিয়ে ভারত। পাঁচবারের মোকাবেলা ৩বার জিতেছে টিম ইন্ডিয়া।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button