বাংলাদেশের হারের মাধ্যমে চূড়ান্ত হয়ে গিয়েছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ। জমজমাট সুপার এইট পর্ব শেষে জানা গেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কারা।
সুপার এইটের গ্রুপ ‘১’ থেকে দ্বিতীয় দল হিসেবে সেরা চারে নাম লেখাল আফগানরা। আজ মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশকে ৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো আইসিসির ইভেন্টে সেমিফাইনালে খেলার অপেক্ষায় আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আগামী ২৭ জুন ভোরে প্রোটিয়াদের পরীক্ষা নেবে আফগানরা।
আর আগে থেকেই নির্ধারিত ছিল সেমিফাইনালে গেলেই দ্বিতীয় সেমিতে লড়বে ভারত। আইসিসির সেই সূচি মেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ২৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসিটা হেসেছিল ইংলিশরা। তাই ভারতের জন্য এবারও ইংলিশ বাধা পেরোনো বড় চ্যালেঞ্জ।
প্রথম সেমিফাইনাল, দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, বুধবার, ২৬ জুন (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মি) ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, তারৌবা, ত্রিনিদাদ ও টোবাগো।
দিত্বীয় সেমিফাইনাল, ভারত বনাম ইংল্যান্ড, বৃহস্পতিবার, ২৭ জুন (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) গায়ানা জাতীয় স্টেডিয়াম, গায়ানা।