বিনোদন

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কার চান নিলয়

মোহনা অনলাইন

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। এ আন্দোলন ইস্যুতে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে নিন্দার ঝড় । এসব বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। তাদের মধ্যে অন্যতম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গা ঠিক রাখতে কোটা সংস্কার মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক পোস্টে নিলয় আলমগীর লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন।’

তিনি আরও লিখেছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র।

সবশেষে অভিনেতা লেখেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button