পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।যে দলের বিপক্ষে আগে কোনোদিন টেস্টে জিততেই পারেনি টাইগাররা, এবার সেই দলকেই টেস্টে তাদের মাঠেই দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে এমন হারে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তবে নিজেদের ভরাডুবিতে হতাশ হলেও বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন পিসিবি প্রধান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ তিনি বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘বাংলাদেশ ক্রিকটে দল অসাধারণ খেলেছে। পুরো ম্যাচে তারা প্রভাব রেখে খেলেছে। এটা তাদের ঐতিহাসিক জয়। এই প্রথম তারা পাকিস্তানের বিপক্ষে জয় পেলো। তাদেরকে প্রাণঢালা অভিনন্দন।’
তিনি আরও লিখেন, ‘দুঃখজনকভাবে পাকিস্তান দল তাদের প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। ইনশাল্লাহ সবুজ রঙের জার্সিধারীরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।’
উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।