স্বাস্থ্য

নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজধানীর বনানীতে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

ডা. রফিকুল ইসলাম জানান, শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত যত চিকিৎসা খরচ লাগবে তা বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি শিশুটির বাবা-মায়ের হাতে নগদ অর্থও তুলে দেন তিনি।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, গণমাধ্যমে শিশুটির ভয়াবহ নির্যাতনের খবর দেখেছেন তারেক রহমান। এরপর দ্রুত হাসপাতালে গিয়ে শিশুটির সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি শিশুটির চিকিৎসকদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. জামশেদ আলী ও ডা. মো. সাইফুল আলম বাদশা।

রাজধানীর বনানীতে ৯ বছরের এক শিশু পাশবিক কায়দায় নির্যাতনের শিকার হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটির অবস্থা ভয়াবহ। ঢামেক হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক বলেন, মেয়েটির শারীরিক কষ্ট তো আছেই, সঙ্গে আছে মানসিক আঘাতও (ট্রমা)। মেয়েটি যে ট্রমার মধ্যে আছে, তা নিয়ে তাকে হয়তো জীবনভর ভুগতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button