ভারতকে ধবলধোলাইয়ের কথা মনে করিয়ে দিতে থাকবে অস্ট্রেলিয়া
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার, যা ভারতের টেস্ট ইতিহাসে নিজেদের মাঠে দ্বিতীয়বার ধবলধোলাইয়ের ঘটনা। আর এমন যন্ত্রণাদায়ক এক সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহ পরই রওনা হতে হবে অস্ট্রেলিয়ায়। সেই সফরটাও আবার এমন—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে যেটা জিততে হবে ৪-০ ব্যবধানে।
নিউজিল্যান্ডের সামনে এমন লজ্জায় পড়বে, তা হয়তো সিরিজ শুরুর আগেও ভাবেনি ভারত। ঘরের মাঠে টানা ১৮ সিরিজ অপরাজিত থাকা দলটি কি না নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে। তিন ম্যাচ সিরিজে প্রথমবারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশের মতো বিব্রতকর অবস্থা থেকে বের হওয়ার আগেই নতুন চ্যালেঞ্জ ভারতের সামনে। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা
পরিস্থিতি যখন এমন, তখন যেন আগুনে ঘি ঢাললেন সাইমুল ডুল। নিউজিল্যান্ডের সাবেক তারকা ও বর্তমানে ধারাভাষ্যকার ডুল মনে করেন অস্টে্রিলিয়া অপেক্ষায় আছে ভারতের। তারা প্রতি মুহূর্তে এই হোয়াইটওয়াশের কথা মনে করিয়ে দেবে ভারতীয়দের। যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে।
ডুল বলেন, ‘ভারতের এখন প্রচুর মানসিক শক্তি দরকার। নিউজিল্যান্ড যে ধাক্কাটা দিয়েছে সেটি অস্ট্রেলিয়া সফরে তাদের ভোগাতে পারে। তার ওপর সমীকরণের ব্যাপার। ভারতকে অন্তত চারটি ম্যাচ জিততে হবে এবং একটি ড্র রাখতে হবে। এমন অবস্থায় পুরো অস্ট্রেলিয়া দল অপেক্ষায় আছে ভারতকে এই হোয়াইটওয়াশের কথা মনে করিয়ে দিতে। আমি নিশ্চিত, ম্যাচগুলোতে প্রতি মুহূর্তে পুরো অসি দল ভারতকে হোয়াইটওয়াশ নিয়ে কথা শোনাবে।’