ভারতের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসে যা হয়নি এতদিন, সেটিই হয়েছে নিউজিল্যান্ড সিরিজে। টানা ১৮ সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। ঘরের মাঠে সেই সিরিজে রীতিমতো কচুকাটা হয়েছে ভারত। সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে।
ভারতের এমন বাজে পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। বীরেন্দর শেবাগ, হরভজন সিংদের পাশাপাশি সমালোচনা করেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এমন লজ্জা মানতেই পারছেন না তারা।
শচীন তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘৩-০ তে হার হজম করা কঠিন। এদিকে কোন দৃষ্টিতে দেখব, তা বুঝতে পারছি না। এটা কি ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি, মাঠে শট নির্বাচনে দুর্বলতা না কি মাঠে পর্যাপ্ত প্রস্তুতির অভাব—বুঝতে পারছি না।’
শেবাগ তার ইন্সটাগ্রামে লেখেন, ‘ভক্তদের এত অনবদ্য সমর্থনের পরও এভাবে হার, এটি ভয়ংকর ব্যাপার। নিউজিল্যান্ডকে অভিনন্দন। তার দুর্দান্ত ছিল। যেখানে আমাদের খেলোয়াড়রা ব্যর্থ। এভাবে টেস্ট ক্রিকেট খেলাটা দৈন্যতার পরিচয় দেয়।’
হরভজন সিং লেখেন, ‘ভারতের পারফরম্যান্স দেখে মনে হয়েছে তারা খুবই সাদামাটা। যে কাউকে যে কেউ আউট করছে। এত সহজ হয়ে গেছে বিষয়টি। ব্যাটাররা নামছে আর উঠছে। ভারতকে আরও উন্নতি করতে হবে।’