ঢাকা

বিনা নোটিশে বন্ধ হলো আরেকটি সংবাদমাধ্যম

মোহনা অনলাইন

নিউজটাইম ডটনেটের কার্যক্রম আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করে সব কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদ এবং আইনসঙ্গত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের সামনে এ মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা।

কর্মসূচিতে চাকরি হারানো সংবাদকর্মীরা বলেন, রংধনু শিল্পগ্রুপের মালিকানাধীন নিউজটাইম ডটনেটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত সেপ্টেম্বর মাসের শেষ দিকে আকস্মিকভাবে জানানো হয়। মালিকপক্ষ কোনো লিখিত নোটিশ না দিয়ে শুধু মৌখিকভাবে এ ঘোষণা দেয়। এরপর শুধুমাত্র সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয় এবং সব কর্মীকে অফিসে যেতে নিষেধ করা হয়।

মানববন্ধনে নিউজটাইম ডটনেটের বার্তা সম্পাদক মোতাহার হোসেন বুলবুল বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রংধনু গ্রুপের মালিক মো. রফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু দেশের বাইরে অবস্থান করছেন। কাওসার আহমেদ অপু নিউজটাইম ডটনেটের প্রকাশক এবং মো. রফিকুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্বে আছেন।”

তিনি আরো বলেন, নিউজটাইম বন্ধের সিদ্ধান্ত জানানো পর তারা কর্মীদের আইনসঙ্গত পাওনা পরিশোধের বিষয়ে কোনো ধরনের আলোচনায় সাড়া দেননি।

মানববন্ধনে নিউজটাইম ডটনেটের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মোস্তাহিদ বলেন, “মালিকপক্ষের বেআইনি সিদ্ধান্তের প্রেক্ষাপটে নিউজটাইম ডটনেটের চাকরিচ্যুত সংবাদকর্মীরা আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে চেয়ারম্যান ও প্রকাশককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তবে এর পরেও মালিকপক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তারা বলছেন, সাংবাদিকদের অধিকার নিয়ে বাংলাদেশে কোনো আইন প্রযোজ্য নয় এবং মামলা করলেও সাংবাদিকদের কোনো লাভ হবে না।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন নিউজটাইম ডটনেটের বার্তা প্রধান সঞ্জয় দে, সহকারী বার্তা সম্পাদক মেহরিন জাহান, নিজস্ব প্রতিবেদক মেহনাজ মুন্নি প্রমুখ।

কর্মসূচিতে চাকরিচ্যুতির কারণে মানবেতর জীবনযাপনের কথা জানান নিউজটাইম ডটনেটের সংবাদকর্মীরা। তারা অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং সাংবাদিক সমাজকে নিউজটাইম ডটনেটের সংবাদকর্মীদের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার অনুরোধ জানান।

বেআইনি প্রতিষ্ঠান বন্ধ ও কর্মীদের চাকরিচ্যুতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন নিউজটাইম ডটনেটের সংবাদকর্মীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button