ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরবে পাকিস্তানের সুখস্মৃতি!
ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হতে বাকি আর একদিন। সিরিজ শুরুর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে, সিরিজ শুরুর আগে চাপে আছে নাজমুল হোসেন শান্তরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে পরপর দুটি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
চলতি বছর অবশ্য টেস্টে সুখস্মৃতি আছে বাংলাদেশের। দুটি সিরিজে নাকানিচুবানি খাওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছিল শান্তরা। পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাইয়ের সেই স্মৃতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফেরাতে চান বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।
বিসিবিতে আজ বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাজ্জাক জানান, দুটি সিরিজ খারাপ গেলেও আশাবাদী তিনি। ওয়েস্ট ইন্ডিজে পাকিস্তান সফরের মতো ভালো শুরুর প্রত্যাশা ঝরল তার কন্ঠে। শুরুটা ভালো হলে সবকিছু সহজ হয়ে যায় বলে জানান বাংলাদেশ দলের সাবেক এই স্পিনার।
রাজ্জাক বলেন, ‘শুরু অন্তত আমরা করতে পারি, টেস্ট ম্যাচ জিতব বলে। আমরা যে কারও সঙ্গেই এই কথা এখন বলতে পারি। সবসময় যে সেটি হয়, তা নয়। আমি আশা করব, ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালোভাবে শুরু করতে পারব। যেমনটা পাকিস্তানে হয়েছে। সব বিভাগেই ছেলেরা পারফর্ম করেছে। স্বপ্নের মতো একটা সিরিজ কেটেছে। ওয়েস্ট ইন্ডিজেও এমন কিছু হবে, ছেলেরা ভালো শুরু এনে দেবে বলে বিশ্বাস করি।’