খেলাধুলা

আফ্রিকায় বাংলাদেশির স্বর্ণজয়

মোহনা অনলাইন

বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়া সত্ত্বেও টুর্নামেন্টের ভেন্যু দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়। তবে আসর সরে গেলেও হতাশ করেনি বাংলাদেশ। বাংলাদেশের কারাতেকারা এই প্রতিযোগিতায় নিজেদের দ্যুতি ছড়াচ্ছেন স্বমহিমাতেই।

ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কারাতেকা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন। বাংলাদেশের তরুণ কারাতেকা আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া, ব্যক্তিগত কাতা ইভেন্টেও তিনি ব্রোঞ্জ পদক জয় করেন।

কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। কমনওয়েলথে কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদামের বাবা।

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করে। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জেতেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button