প্রবাস

চীনে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব বাংলাদেশ

মোহনা অনলাইন

চীনের ‘চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’ বিশ্ববিদ্যালয়ের অষ্টম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে, এতে অংশ নিয়েছেন সেখানে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা। উৎসবে বাংলাদেশের নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার মাধ্যমে স্টল সাজান বাংলাদেশি শিক্ষার্থীরা। চীনের বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ।

এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের বাছিয়াও গার্ডেনের উত্তর অঞ্চলের রাইজিং স্কয়ারে অনুষ্ঠিত হয়। মরোক্কান শিক্ষার্থী রেডা বেহজাদে এবং চাইনিজ শিক্ষার্থী লিও শিয়াওইউ এর যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফ্যাং ইউমিং।

ছবি: সংগৃহীত

উৎসবে বাংলাদেশের স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়েল বেঙ্গল টাইগার, দেশীয় দ‍র্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায় বিরিয়ানি, হরেক রকমের পিঠা, পুডিং, ফিরনি, পিয়াজু, আলুর চপ, বেগুনি, ছুলা, চিকেন কারি সহ নানা পদের দেশিয় খাবার। এছাড়া, বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজ দেশের নৃতাত্ত্বিক কারুশিল্প, খেলাধুলার ক্রিয়াকলাপ এবং বিশেষ রান্নার মাধ্যমে দেশের সংস্কৃতি এবং স্থানীয় রীতিনীতি প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিএইচডি গবেষক গোলাম শাহরিয়া, মোঃ শামীম হোসেন, মাস্টার্স শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম, সেলিম পারভেজ, খাদিজা আক্তার সহ অন্যান্যরা।

উৎসবে বাংলাদেশ, চীন, মরোক্কো, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, মাদাগাস্কার, গিনি, ঘানা, নামিবিয়া, লাইবেরিয়া সহ ২৩টি দেশ অংশগ্রহণ করে। দুই হাজারের বেশি চীনা, বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থী এই সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button