সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাই তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।
আজ (বুধবার) ফেসবুক পেজে এক পোস্টে নিজেই জানালেন সুখবরটা। টাইগার এই পেসার লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।’
২০১৯ সালের মার্চে মেজো মামার মেয়ে সামিয়া পারভীনকে বিয়ে করেন তিনি। শিমুকে আগে থেকেই পছন্দ করতেন মুস্তাফিজের মা মাহমুদা খাতুন। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়া শিমু সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ভর্তি হন। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পত্তি।