গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগের প্রথম আসর শুরুটা মোটেও স্মরণীয় ছিল না রংপুর রাইডার্সের জন্য। টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচেই জয় হাতছাড়া করে দলটি। ফাইনালে পৌঁছানোর সমীকরণ তখন যেন আকাশচুম্বী চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু নিজেদের হার না মানা মানসিকতায় সেই অসম্ভবকেই সম্ভব করেছে রংপুর।
একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। আর শিরোপার মঞ্চে এসে তো রীতিমতো চমক দেখিয়েছে দলটি। ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়ে যায় রংপুর রাইডার্স।
শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারমীত সিং। শেখ মাহেদী এবং সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেন নেন এক উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। দুজনের ব্যাট থেকে আসে ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে ফিফটি তুলে নেন।
৪৯ বলে ৬৮ রান করে টেইলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য। অপর প্রান্ত থেকে সাইফ হাসান ৬ এবং ম্যাদসেন ১০ রান করে আউট হন শেষ পর্যন্ত সৌম্যর অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ১৭৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।