বিনোদন

‘কমিটিতে’ পূজা চেরির নাম নিয়ে যা বললেন শিবির সভাপতি

মোহনা অনলাইন

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ইসলামী ছাত্রশিবিরের প্যাডে চিত্রনায়িকা পূজা চেরির পদ পাওয়ার একটি ছবি। তালিকায় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরীর নাম (অমুসলিম শাখা)। বিষয়টি নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে যেমন অবাক হয়েছেন এটি দেখে তেমনি অনেকে আবার প্রশংসাও করছেন নায়িকার। অনেকে আবার ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেন।

এবার এ বিষয়ে সত্যটা তুলে ধরে গুজব থেকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম।

কমিটির বিষয়টি মিথ্যা দাবি করে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, “যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।”

তিনি লেখেন, “যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ রকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button