Top Newsআন্তর্জাতিক

দ্বিতীয় দফা অভিশংসনের মুখে দ. কোরিয়া প্রেসিডেন্ট

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা অভিশংসন ভোটের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক। স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির পার্লামেন্ট মেম্বাররা।  থেকে এএফপি এই খবর জানিয়েছে।

অভিশংসন পাস করতে হলে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট মেম্বারের ভোটের প্রয়োজন হবে। এজন্য বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের ৮ এমপিকেও প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। 

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনকে সামনে রেখে দেশটির সংসদের সামনে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অভিশংসনের পক্ষে সমর্থন জানিয়ে অন্তত দুই লাখ মানুষ জড়ো হতে পারেন।

এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওইদিন জানিয়েছিলেন, অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ১৯৫টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি।

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করে দেশটির রাজনীতি এখন উত্তাল। এর ফলে, ইউনের রাজনৈতিক ক্যারিয়ার বড় সংকটের মুখে।

গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন তিনি। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইউন সুক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button