বিনোদন

রাহাত ফাতেহ আলীর কনসার্টে স্টেডিয়াম ভাড়া মওকুফ সেনাবাহিনীর

ঢাকায় গাইতে আসছেন বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন তিনি। আর এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। এবার শোনা গেল আরও এক সুসংবাদ। এই আয়োজনে ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী।

মূলত, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে; ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এতে আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

যেহেতু কনসার্টটির উদ্দেশ্য- আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ কিছু, সেক্ষেত্রে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হয়েছে বলে জানিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তারা এও বলেছেন, এক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।

জানা গেছে, গত বুধবার ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম বরাদ্দে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, স্কাই ট্র্যাকার লিমিটেড (কনসার্ট আয়োজক প্লাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’র সঙ্গে চুক্তিবদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি) আয়োজনের জন্য আগামী ১৯-২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বরাদ্দের জন্য অনুরোধ জানিয়েছে। এই অনুষ্ঠানে দেশীয় শিল্পীগণের পাশাপাশি বিদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে। বিষয়োল্লেখিত কনসার্ট আয়োজনের জন্য কিছু শর্ত পূরণ সাপেক্ষে আর্মি স্টেডিয়ামটি ১৯-২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বরাদ্দ প্রদান করা হলো।

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button