বিনোদন

অন্তর্জালে ঝড় তুললেন জয়া আহসান!

মোহনা অনলাইন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। শীতের সকালে জয়া সামাজিক মাধ্যমে পোস্ট করলেন বেশকিছু ছবি। আর এতেই সামাজিক মাধ্যমে ঝড় উঠল।

প্রায়ই নিজের নতুন নতুন ছবি শেয়ার করে থাকেন তার ভক্ত-অনুরাগীদের জন্য। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নতুন এক ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এ অভিনেত্রী। তবে  অনেকেই জয়ার নতুন লুকের বন্দনা করছেন আবার অনেকেই শুক্রবার সকালে এমন ছবি পোস্ট করার তীব্র নিন্দা জানিয়েছেন।

ছবিতে চিত্রশিল্পী রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরণা নেওয়া আধুনিক শৈলীর সাথে মিলিত কিছু পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করেছেন জয়া। যা দেখে রীতিমতো মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। শীতের সময় জয়ার খোলামেলা ছবি যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর মন্তব্যের ঘর ভরে গেছে ইতিবাচক-নেতিবাচক কথায়।

ঝলমলে শাড়ি-ব্লাউজ ও গহনার সমন্বয়ে এই সাজের ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরণা নিয়ে আধুনিক শৈলীর সাথে মিলিত কিছু পুরানো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করছি। গহনা ও পোশাকের পৃষ্ঠপোষকতাও রয়েছে। জয়ার এই সাজের মিশ্র প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, গহনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পায়ের গহনা । আর ছবিগুলো সুন্দর। অবিরাম ভালোবাসা।

কমেণ্ট সেকশনে একজন বলেছেন, জয়ার মার্কেট পরে যাচ্ছে, তাই ওঠানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ কাব্যও করছেন। এক নেটিজেন লিখেছেন, চন্দ্রমুখী আমি তো তোমার প্রণয়ে আসক্ত নই! তবে কি আমি তোমার আগুনে পুড়তে বসেছি?

প্রকাশিত ছবিগুলোতে নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার এমন পোশাক নিয়ে কথা বলেছেন। তবে জয়া আহসান বরাবরের মতো এসব মন্তব্য সম্পর্ক উদাসীন। তিনি এসবের কোনো প্রতি উত্তর করেন না।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button