ব্যাপক প্রস্তুতি ও আয়োজনের মধ্যে আজ শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ।
জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতকরণই মূল উদ্দেশ্য এই সমাবেশের। সমাবেশ বেলা ১২টা থেকে শুরু হয়ে আসরের নামাজের আগেই শেষ হবে।
আয়োজক কমিটি জানিয়েছে, বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে অংশগ্রহণ করবেন। সকাল থেকে গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ। লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে এবং আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
সিলেট বিভাগের প্রতিটি উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। স্থানীয় পর্যায়ে গ্রাম, ইউনিয়ন, উপজেলা থেকে শহরের পাড়া-মহল্লা পর্যন্ত প্রচারণা চালানো হয়েছে। লিফলেট বিতরণ ও সমাবেশ সফলের আহবান জানানো হয়েছে ছাত্র-জনতাকেও।
সমাবেশে বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন।



