বরিশালে যোগ দিলেন আফ্রিদি, অনুশীলনে তুললেন গতির ঝড়
আর একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে বিপিএলের আসন্ন আসর। দেশসেরা এই টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যোগ দিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। অনুশীলনে গতির ঝড় তুলেছেন এই বাঁহাতি পেসার।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো বরিশালের হয়ে অনুশীলন করেন আফ্রিদি। এসময় তাকে দেখে বুকে জড়িয়ে নেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আফ্রিদিকে অবশ্য পুরো বিপিএলের জন্য পাচ্ছে না বরিশাল। তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি।
বিপিএলের শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা পেসার শাহীন। যার অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে। তবে, এমন বিশ্বসেরা একজন পেসারের বিপিএলে খেলাটাও বড় ব্যাপার। বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশালের প্রতিপক্ষ লম্বা সময় পর ফেরা দুর্বার রাজশাহী।
ফরচুন বরিশাল স্কোয়াড
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ নবী (আফগানিস্তান), কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শাহীন আফ্রিদি (পাকিস্তান)।