রাজধানীর বাড্ডা থানায় মো. ইয়াসিন (২২) নামক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে বাড্ডা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামি রাজশাহী জেলার চারঘাট থানার মৃত: স্বপন লালের ছেলে। তিনি খিলগাঁও থানার সিপাহী বাগ উকিল বাড়ি এলাকার ভাড়াটিয়া।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, এসআই মো. হানিফ ফোর্সসহ হত্যা মামলার পলাতক আসামিকে উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে পঞ্চগড় জেলার বোদা থানাধীন সাকুয়া বাজার ধান হাঁটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, বোদা থানার পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।