খেলাধুলা

ঢাকা লিগ আইপিএলের চেয়ে কঠিন

মোহনা অনলাইন

ঢাকা লিগকে তিনি আইপিএলের চেয়েও বেশি শক্ত টুর্নামেন্ট বলে মনে করেন। এমনটাই দাবি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন খেলোয়াড় পারভেজ রসুল। তিনি ঢাকা লিগে দুই টুর্নামেন্টেই খেলেছেন। তারপরই তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে বলেই রসুল জানিয়েছেন।

রসুল জম্মু-কাশ্মীরের স্পিনার কাম অলরাউন্ডার। সানরাইজার্স হায়দরাবাদ, পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মত দলের হয়ে তিনি আইপিএল খেলেছেন। শেষ আইপিএল খেলেছিলেন ২০১৬ সালে আরসিবির হয়ে। এরপর আইপিএলে বিক্রি না হওয়ায় রসুল ঢাকা লিগ খেলতে চলে যান।

রসুল বলেছেন, ‘আমি বাংলাদেশে ঢাকা লিগে ৫ বছর খেলেছি। আমি মনে করি আইপিএলের চেয়ে ঢাকা লিগ বেশি কঠিন। আমি আইপিএল আর ঢাকা লিগ, দুই জায়গাতেই খেলেছি। আইপিএলে চুক্তি থাকে। খেলার সুযোগ পান আর না পান, চুক্তি করা হয়। কাউকে খেলানো হবে কি না, দলের ওপর নির্ভর করে। সুযোগ দেওয়া হয়। ভালো খেলতে না পারলে বসিয়ে রাখা হয়। কিন্তু, খেলোয়াড় দলের সঙ্গেই থাকে। কিন্তু, ঢাকা লিগে খেলোয়াড়দের ওপর চাপ অনেক বেশি। কারণ, সেখানে খেলোয়াড়দের সঙ্গে দুটো ম্যাচের চুক্তি হয়। তারপর আবার দুটো ম্যাচ করে চুক্তি বাড়ানো হয়।’

রসুল জানিয়েছেন, ঢাকা লিগে পারফরম্যান্সটাই শেষ কথা। দুটো ম্যাচে ভালো খেলতে না পারলে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দুটো ম্যাচে সুযোগ দেওয়া হয়। খেলতে না পারলে হাতে ফিরে যাওয়ার টিকিট ধরিয়ে দেওয়া হয়। আমি কারও নাম বলব না। তবে, অনেক নামী খেলোয়াড়কেই দুটো ম্যাচের পর হাতে রিটার্ন টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে।’

নাম প্রতাশ না করে তিনি বলেন, বেশ কয়েকজন বড় খেলোয়াড় আছেন, যাঁরা সেখানে (ডিপিএল) খেলেছেন এবং ২-৩ ম্যাচ পরই ফেরত পাঠানো হয়েছে।’-যোগ করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button