খেলাধুলা

খুলনাকে ২৮ রানে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

মোহনা অনলাইন

ভালো শুরুর পর পাওয়ার প্লে শেষে দ্রুতই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দুর্বার রাজশাহী। তবে ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল, আকবর আলীরা তাদেরকে পথ দেখিয়েছেন, ১৭৮ রানের পুঁজিও এনে দিয়েছেন। সিলেটে রানপ্রসবা উইকেটে এমন রান নিয়ে জয়ের নিশ্চয়তা না থাকলেও সেটাই করে দেখিয়েছে রাজশাহীর বোলাররা।

বিশেষ করে জিসান আলম, সোহাগ গাজী, বার্লদের স্পিনের সামনে ধরাশায়ী হয়েছেন খুলনার ব্যাটাররা। চার স্পিনার ১৩ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। তাদের এমন বোলিংয়েই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে বিজয়ের দল। খুলনাকে ২৮ রানে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী। এর আগে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৯ রান তাড়ায় ভালো শুরু করতে পারেনি খুলনা। ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন উইলিয়াম বসিস্তো। অফ স্পিনার জিসান আলমের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তাসকিনের আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন। একটু পর ফিরেছেন তিনে নামা মিরাজও। তাসকিনের স্লোয়ার ডেলিভারিতে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়েছেন ১ রান করা খুলনার অধিনায়ক।

দ্রুতই ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নাইম শেখ ও আফিফ হোসেন। দুই বাঁহাতি ব্যাটারকে বিপাকে ফেলতে জিসানের সঙ্গে এসএম মেহেরব ও সোহাগ গাজীকেও বোলিংয়ে আনেন এনামুল হক বিজয়। তাদের বিপক্ষে একেবারেই সফল হতে পারেননি খুলনার ব্যাটাররা। দ্রুত রান তুলতে না পারায় একটা সময় চাপে যান তারা দুজন।

চাপ কাটিয়ে উঠতে সোহাগ গাজীর শর্ট ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে হাসান মুরাদকে ক্যাচ দিয়েছেন ২৪ রান করা নাইম। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে আফিফকেও নিজের শিকার বানিয়েছেন সোহাগ গাজী। বাঁহাতি অফ স্পিনারের বলে ইনসাইড আউট হয়ে খেলতে গিয়ে জিসানকে ক্যাচ দিয়েছেন। আফিফকে ফিরতে হয়েছে ৩৩ রানে। ব্যাটিংয়ে এসে শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন।

যদিও তরুণ উইকেটকিপার ব্যাটারকে ঝড় তুলতে দেননি রায়ান বার্ল। ডানহাতি স্পিনারের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন ১৮ রানে। ইমরুল কায়েসও ছিলেন খানিকটা আক্রমণাত্বক। মৃত্যুঞ্জয় চৌধুরির ওভারে দুই ছক্কা ও এক চার মারার পরই ফিরে গেছেন ১৭ রান করা ইমরুল। আবু হায়দার রনি, মোহাম্মদ নাওয়াজরাও কিছু করে দেখাতে পারেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button