খেলাধুলা

সাকিব, মোস্তাফিজ ও হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত

মোহনা অনলাইন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন ক্রিকেটার রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস। তবে এবার ড্রাফটে কিছুটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। প্রায় ৩০ জন বাংলাদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করলেও, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মোস্তাফিজুর রহমান, যারা প্রিমিয়াম প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন, তাদের কেউই কোনো দলে সুযোগ পাননি।

গতকাল (সোমবার) পাকিস্তানের ঐতিহ্যবাহী লাহোর কেল্লায় বসেছিল খেলোয়াড় কেনাবেচার এই মহাযজ্ঞ। নিজেদের পছন্দমতো দল গঠন করেছে ৬ ফ্র্যাঞ্চাইজি।

সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। রিশাদ ছাড়াও দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

পিসিএলে দল পাননি যেসব ক্রিকেটার:

সরফরাজ আহমেদ, টিম সাউদি, ইহসানউল্লাহ, জেসন রয়, অ্যালেক্স হেলস, মুজিব উর রহমান, অ্যাশটন অ্যাগার, ক্রিস লিন, কুপার কনোলি, ড্যানিয়েল সামস, জেসন বেহরেনডফ, মার্ক স্টেকিটি, ময়েজেস হেনরিক্স, উসমান খাজা, উইলিয়াম সাদারল্যান্ড, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, জো ক্লার্ক, লরি ইভান্স, টাইমাল মিলস, জিমি নিশাম, ইমরান তাহির, রিজা হেন্ড্রিক্স, তাবরেজ শামসি, চারিথ আসালাঙ্কা ও এভিন লুইস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button