দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে ফরচুন বরিশাল মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ফরচুন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি দূর এগোতে পারেনি ঢাকা ক্যাপিটালস।
এবারের আসরে এখনো পর্যন্ত কেবল ১ ম্যাচে জয় পাওয়া ঢাকা আজ আগে ব্যাট করে পেয়েছিল ১৩৯ রানের সংগ্রজ। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালানের জোড়া ফিফটিতে সহজ জয় পেয়েছে বরিশাল।
চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে ৬১ রান।
তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ৩ বলে ২ রান করে। এদিকে শুরুতেই উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের।
শান্ত ফেরার পর ক্রিজে তামিমের সঙ্গী হন ডেভিড মালান। এ দুজন মিলে এরপর গড়েছিলেন ১১৭ রানের জুটি। ঢাকার বোলারদের সামলে ধীর-স্থির ভঙ্গিতেই খেলেছেন বরিশালের এ জুটি। পাওয়ার প্লে তে ৪৭ রান করা বরিশাল সহজেই লক্ষ্যের দিকে এগোতে থাকে।
বরিশালকে জেতানোর পথে ফিফটি করেছেন তামিম। ৪৪ বলে ৫০ রান করেন তিনি। এরপর ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে তিনি আউট হয়েছেন থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে। তবে তামিম সাজঘরে ফিরলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি বরিশালকে। মালানের ৪৯ এবং জাহানদাদ খানের ৪ বলে ১৩ রানের ইনিংসের সুবাদে ২৪ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।
এদিকে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করে ওঠতে পারেনি ঢাকা। দলটির কোনো ব্যাটারই আজ ভালো করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন কেবল ওপেনার তানজিদ তামিম, তাঁর ৪৪ বলে ৬২ রানের ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে ১৩৯ রান করে ঢাকা।