দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন এই কিংবদন্তি অলরাউন্ডার শোয়েব মালিক। এবার পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে তারই ভাতিজা মোহাম্মদ হুরাইরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টের একাদশে জায়গা হয়েছে এই ২২ বছর বয়সি ব্যাটারের।
শুক্রবার (১৭ জানুয়ারি) মুলতানে শুরু হবে ঐতিহাসিক সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচেই অভিষেক হবে হুরাইরার। তাকে রেখেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রায় ২০ মাস আগে প্রথম বারের মতো পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছিলেন মোহাম্মদ হুরাইরা। গত বছরের সেপ্টেম্বরে ডাক মিলেছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজেও। কিন্তু অভিষেকটাই যা হচ্ছিল না। অবশেষে এল সেই ক্ষণ। প্রথম শ্রেণির ক্রিকেটে হুরাইরা এখন পর্যন্ত খেলেছেন ৪৪টি ম্যাচ। যেখানে ৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে তার গড় প্রায় ৫০ ছুঁইছুঁই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসেই ফিফটি করে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার সুযোগটা কাজে লাগানোর পালা জাতীয় দলে।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা আলী, সাজিদ খান, নুমান আলী, খুররাম শেহজাদ ও আবরার আহমেদ।