খেলাধুলা

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

মোহনা অনলাইন

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে ইয়াং টাইগ্রেসরা। কোনো সমীকরণ-হিসাব ছাড়াই আয়েশে পরের রাউন্ডে অর্থাৎ, সুপার সিক্স পর্বে জায়গা করে নিলো।

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে বুধবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান স্কটিশ অধিনায়ক নিয়াম মুইর। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ১২১ রান করতে পারে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানের বেশি যেতে পারেনি স্কটল্যান্ড।

১২২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি স্কটিস মেয়েদের। ১৯ রানের ওপেনিং জুটি ভেঙে ১১ রান করা এমা ওয়ালসিংহাম ফেরেন আনিসা আক্তার সোবার বলে। একই ওভারে পাগলাটে দৌড়ে রান নিতে গিয়ে ৮ করা পিপ্পা কেলিকে রানআউটে ফেরান সাদিয়া ইসলাম। দুই উইকেট হারিয়ে চাপে পড়লে সামাল দেন উইকেটরক্ষক-ব্যাটার পিপ্পা স্প্রৌল ও অধিনায়ক নিয়াম মুইর জুটি।

এই জুটিতে মাঝে জয়ের আশাও জাগিয়েছিল স্কটল্যান্ড। ৫০ রানের জুটি ভেঙে নিয়াম আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। নিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান। আর স্প্রৌল খেলেন সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। বাকিদের আসা-যাওয়ার মিছিলে দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি আর কেউ।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন আনিসা আক্তার। একটি করে উইকেট শিকার করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button