বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০ শয্যা জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নিতী দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মো. সাইদুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।
দুর্নিতী দমন কমিশন বাগেরহাটের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের সরকারি ঔষধ বিক্রয়, ডাক্তার-নার্সদের অসৌজন্যমূলক আচরণ, কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময়ে ডিউটি না করা, রান্না করা খাবারে অনিয়ম, বর্জ্য ব্যবস্থাপনার অনিয়ম, হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার জন্য প্রাইভেট ল্যাবে টেষ্ট করতে বাধ্য করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। তার ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুদক। প্রাথমিক তদন্তে বিভিন্ন বিষয়ে অনিয়মের প্রমান পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আমাদের টিম সকাল থেকেই ছদ্মবেশে বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন। এ বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দারকে অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অনিয়মের ব্যাখ্যা দেওয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই দুদক কর্মকর্তা।