ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটার বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিপিএলের ১১তম আসর নিয়ে অভিযোগের শেষ নেই। যার মধ্যে অন্যতম স্পট ফিক্সিং। বেশ কয়েকটি ম্যাচে ক্রিকেটারদের নানা কর্মকাণ্ড ফিক্সিং নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিষয়টি নজরে এসেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগের। সন্দেহের তালিকায় থাকা দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে বিজয়কে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়। বিজয়কে নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ‘এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’
জানা গেছে, বিজয় ছাড়াও রাজশাহীর ক্রিকেটারদের মাঝে ফিক্সিং সন্দেহে আছেন দলটির স্পিনার সোহাগ গাজী ও পেসার শফিউল ইসলাম। সবচেয়ে বেশি সন্দেহ ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটারদের ওপর। এই দলের অধিনায়ক থিসারা পেরেরাসহ শুভাম রাঞ্জানে, মোহর শেখ অন্তর, নাজমুল ইসলাম অপু, আলাউদ্দিন বাবু আছেন সন্দেহের তালিকায়। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হোসেন ও পেসার আল আমিন হোসেন এবং চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও সন্দেহের তালিকায় রেখেছে বিসিবির দুর্নীতি বিভাগ।
উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করে রাজশাহী। ঠিক কি কারনে তাকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল, সেই বিষয়টি এখনও অজানা।