ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য আপডেটেড স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
সেই দলে নেই জশপ্রীত বুমরার নাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক ভাবে বুমরার নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু আপডেটেড যে দল জানানো হয়েছে, সেই দলে নেই বুমরার নাম ।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করেননি। তখন থেকেই শঙ্কা ছিল জশপ্রীত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। এরপর দিন যত গড়িয়েছে বুমরাহকে নিয়ে টিম ইন্ডিয়ার অস্বস্তি তত বেড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজে ঠিকই রাখা হয়েছিল তাকে। ধারণা করা হচ্ছিল, অন্তত এক ম্যাচ খেলতে পারবেন তিনি।
কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শেষে আকস্মিকভাবেই বুমরাহকে সরিয়ে নেয়া হলো ওয়ানডের স্কোয়াড থেকে। তার বদলে দলে যুক্ত হচ্ছেন বরুণ চক্রবর্তী। আর বুমরাহ যাচ্ছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। এখানেই নিজেদের ইনজুরি থেকে পুনর্বাসনের প্রক্রিয়ায় অংশ নেন ভারতীয় ক্রিকেটাররা। আর তাতেই নতুন করে প্রশ্নের উদ্রেক ঘটেছে।বোর্ড কিন্তু সরকারি ভাবে বুমরার অনুপস্থিতির কথা জানায়নি। কিন্তু স্কোয়াড থেকে বুমরার সরে যাওয়া অনেক প্রশ্নর জন্ম দিয়েছে।
চোটের কারণে গত দুই বছরেও বেশ ভুগেছেন ভারতীয় এই ডানহাতি পেসার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরাহকে পায়নি ভারত। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও এবারে শঙ্কার মুখে। ভারতের প্রথম ম্যাচ অবশ্য ২০ তারিখ, বাংলাদেশের বিপক্ষে।