খেলাধুলা

শেষ হাসি কার, বরিশাল নাকি চিটাগাংয়ের

মোহনা অনলাইন

বিপিএল উন্মাদনা শেষ হয়ে এলো। বেজে উঠল বিদায়ের সুর। শ্বাসরুদ্ধকর ম্যাচ, ধুন্ধুমার উত্তেজনা, অনিশ্চয়তার দোলাচল-কী ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জুড়ে। দেখতে দেখতে শেষের পথে বিপিএল ২০২৫। আর মাত্র একটি ম্যাচ।

টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। অপরদিকে দীর্ঘ অপেক্ষার প্রহর গুণে অবশেষে শিরোপা লড়াইয়ে চিটাগং কিংস। আজ একাদশ বিপিএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। দর্শকরা অপেক্ষায় রয়েছেন বরিশাল-চিটাগংয়ের ফাইনালের মহারণ দেখার। তবে কে হাসবে শেষ হাসি বরিশাল নাকি চিটাগং?

বরিশাল যেখানে পঞ্চমবার ফাইনালে, সেখানে চিটাগংয়ের এটি দ্বিতীয়বার। একই মালিকানায় সর্বশেষ ২০১৩ সালে ফাইনালে খেলেছিল বন্দরনগরীর দলটি। এক যুগ পর এবার বিপিএল প্রত্যাবর্তনে শিরোপা ছোঁয়ার সুযোগ পেয়ে চিটাগংয়ের হেড কোচ শন টেইট বলছিলেন, ‘সবার চোখে বরিশাল শিরোপার দাবিদার হতেই পারে। এতে আমার কোনো সমস্যা নেই। তবে আমরাও খারাপ দল নই। জিতলে লোকে অবাক হবে না।’

শিরোপা ধরে রাখতে পারলে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির পর তৃতীয় সর্বোচ্চ (দুইবার) ট্রফি জয়ের নজির গড়বে বরিশাল।ট্রফি উন্মোচনের মঞ্চে হাসি মুখেই দেখা গেছে দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিথুনকে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের হাইভোল্টেজ ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button