
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসর খুব বাজেভাবে শুরু করেছিল ব্রাজিল। কিন্তু কথিত আছে যার শেষ ভালো, তার সব ভালো। ব্যাপারটা আবারও প্রমাণ করল ব্রাজিল। চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার ওপরে!
সোমবার (১০ ফেব্রুয়ারি) ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ছিল কলম্বিয়া, তবে চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল ও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে তারা। এখন শিরোপার মূল লড়াই ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। শুক্রবার চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে নির্ধারিত হতে পারে শিরোপার ভাগ্য।
এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।