খেলাধুলা

রেফারিকে যে কথা বলে লাল কার্ড দেখেছেন বেলিংহাম

মোহনা অনলাইন

শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম। লা লিগায় গতকাল রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।

বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেখানো রেফারি মুনুয়েরা মন্তেরো তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, ইংলিশ মিডফিল্ডার তাঁকে ‘ফাক ইউ’ বলে গালি দিয়েছেন। তবে বেলিংহাম ও রিয়াল শিবিরের দাবি, তিনি আসলে বলেছেন ‘ফাক অফ’, যা প্রকৃতপক্ষে একজনের প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং হতাশা প্রকাশের একটি সাধারণ ইংরেজি বাক্য। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্পষ্টভাবেই বলেন, ‘রেফারি ইংরেজিটা ঠিকমতো বুঝতে পারেননি। ‘ফাক ইউ’ ও ‘ফাক অফ’-এর মধ্যে পার্থক্য রয়েছে। এটি ছিল ভুল ব্যাখ্যা। আমি আর কিছু বলতে চাই না, কারণ পরের ম্যাচে ডাগআউটে থাকতে চাই।’

রেফারির প্রতিবেদনের আগে থেকেই ক্লাব ও বেলিংহাম জানতেন, কী লেখা হতে পারে। তাই মিশ্র অঞ্চলেই নিজের অবস্থান পরিষ্কার করতে আসেন ইংলিশ তারকা। বেলিংহাম বলেন, ‘এটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আমি যা বলেছি, তা রেফারির প্রতিবেদনে লেখা বক্তব্যের সঙ্গে মেলে না। আমি কাউকে গালি দিইনি, এটি ভিডিওতেই স্পষ্ট। আমি কোনোভাবেই দলের বিপদ ডেকে আনতে চাইনি। রেফারি ভেবেছেন আমি তাঁকে বলেছি, কিন্তু আসলে আমি নিজের হতাশা প্রকাশ করছিলাম।’

এদিকে রেফারির প্রতিবেদনে সাথে দ্বিমত পোষণ করেছেন বেলিংহাম। ম্যাচের পর স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার‍+কে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ দুইভাবে ব্যবহৃত শব্দ গুচ্ছটির মাঝে কিছু পার্থক্য বিদ্যমান। বেলিংহামের বলা শব্দ বা কথাটি মূলত কাউকে ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল–বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তাঁকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।’

বেলিংহামকে সমর্থন করেছেন রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তিও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ম্যাচটা আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর বেলিংহামের লাল কার্ডটা…তিনি ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারেননি। তাঁকে “ফাক অফ” বলা হয়েছে, “ফাক ইউ” নয়। এখানেই ভুলটা করেছেন। “ফাক অফ” মানে তো আমাকে অবজ্ঞা কোরো না। এটা আক্রমণাত্মক কিছু নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button