খেলাধুলা

আর্জেন্টিনাকে হারিয়ে ৩ গোলের জয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

মোহনা অনলাইন

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বড় হার দিয়ে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনাকে হটিয়ে শিরোপা জিতল ব্রাজিল।

আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে চার গোল তো দেয়া হয়নি, বরং ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাই অনেকটা হেসেখেলেই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল। নিজেদের ম্যাচটা শেষ করেই ব্রাজিল দল চলে এসেছিল আর্জেন্টিনা ম্যাচের ভেন্যুতে। প্যারাগুয়ের তৃতীয় গোলের পর তাদের উচ্ছ্বাসই ছিল সবচেয়ে বেশি। ডিয়েগো লিওনের সেই গোলের পর আর্জেন্টিনাকে শিরোপা জয়ের জন্য করতে হতো আরও ৫ গোল। কিন্তু ৮২ মিনিটে গোল হজমের পর ৫ গোল দেয়ার স্বপ্ন দেখাটাও বেশ কঠিনই বটে।

বাংলাদেশ সময় আজ সকালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হারে নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের শিরোপা। এস্তাদিও হোসে আন্তোনিও আঞ্জোতেগি স্টেডিয়ামে আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ হতে তখনো বাকি কয়েক মিনিট। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে ৩-২ গোলে। কিন্তু ততক্ষণে গ্যালারির ছোট এক অংশে শুরু হয়ে গেল হলুদ জার্সি পরা ফুটবলারদের উল্লাস আর উদযাপন। কারণ, আর্জেন্টিনার শুধু জিতলেই হতো না। চ্যাম্পিয়ন হতে গোল ব্যবধানের হিসেবটাও রাখতে হতো। আলবিসেলেস্তেদের পক্ষে অসম্ভবকে সম্ভব করা আর সম্ভব হয়নি। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশি বাজার পর সেটা ব্রাজিলের শিরোপাজয়ের উচ্ছ্বাসে পরিণত হয়।

চূড়ান্ত পর্বের ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১০। তিন ও চারে থাকা কলম্বিয়া, প্যারাগুয়ে দুই দলেরই পয়েন্ট ৯। তবে এখানে গোল ব্যবধান পার্থক্য করে দিয়েছে। সমান ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয়ে উরুগুয়ে ও চিলি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button