জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নিহত ফায়াজের স্মরণে “ফায়াজ বৃত্তি” চালু করা হয়েছে। গত শনিবার রেসিডেন্সিয়াল মডেল কলেজেের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ORWA) এই সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পাঁচ বছর ফায়াজ বৃত্তি কর্মসূচি চালু থাকবে। এসময় বর্তমান এবং সাবেক দুই অধ্যক্ষকে সংবর্ধনা এবং স্বীকৃতি দেয়া গয়।
কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে নবনিযুক্ত অধ্যক্ষ, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবের হোসেন, পিএইচডি এবং বিদায়ী অধ্যক্ষ, রেমিয়ান ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি উভয়কেই সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান ছাত্র, শিক্ষক উপস্থিত ছিল।



