খেলাধুলা

শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন

মোহনা অনলাইন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা যেন কিছুটা সহজ হয়ে উঠছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশ ছাড়া এত কম ম্যাচে ৬ সেঞ্চুরি হজম করেছে এমন কোন দল নেই। অল্প রান করেও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে টাইগারদের গলার কাঁটা হয়ে থাকলেন রাচিন রবীন্দ্র। তার শতকে সহজেই জয় পায় কিউইরা। আর বাংলাদেশের সঙ্গে শতক হাঁকিয়ে রবীন্দ্র গড়েছেন একাধিক রেকর্ডও।

গতকাল টাইগারদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। এর মাধ্যমে তিনি ২৬ বছর আগে শচীন টেন্ডুলকারের গড়া বিশ্বরেকর্ড ভেঙেছেন। নিজের দেশের ইতিহাসেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি।

কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র গতকাল আইসিসি টুর্নামেন্টে তার ৪র্থ সেঞ্চুরি অর্জন করেছেন। ২০২৩ বিশ্বকাপে তিনি ৩ সেঞ্চুরি করেছিলেন, আর গতকাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে বিপক্ষে খেলেছিলেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস। ২৫ বছর বয়সে এটি তার ৪র্থ সেঞ্চুরি এবং এতে করে শচীন টেন্ডুলকারকে টপকে গেছেন।

২৫ বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের ৩টি। গতকাল রাচিন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে সেটিকে গেলেন টপকে। এছাড়া ক্রিকেট বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই কিউই অলরাউন্ডার।

তবে এখানেই থামছে না রাচিনের কীর্তি। বরং নিজ দেশের ইতিহাসেও রদবদল এনেছেন তিনি। যেখানে পেছনে ফেলেছেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়ামসনকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তারই।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সময় উইলিয়ামসনের বয়স ছিল ২৬ বছর ২৯৮ দিন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি রাচিন পেয়েছেন ২৫ বছর ৯৮ দিনে। অথচ নিউজিল্যান্ডের হয়ে আর কারোরই ৩০ বছরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button