প্রবাস

শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনির ২০ বছরপূর্তি অনুষ্ঠান

শতদল তালুকদার, সিডনি থেকে : সিডনির পশ্চিমাঞ্চলে ওয়েন্টওয়ারথ এলাকাস্থ রেডগাম ফাংশন সেন্টারে ২রা মার্চ রবিবার ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অত্যন্ত ভাবগাম্ভীর্য ভাবে উদযাপিত হল শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনির ২০বছর পূর্তি অনুষ্ঠান।

নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদেরকে নেতৃত্বে হরিনাম সংকীর্তন নৃত্যের মিছিল করে ‘গৌড়-নিতাই’ এবং ‘রাধা-কৃষ্ণ’ এর প্রতিকৃতিপ্রতিষ্ঠার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সিডনির ২৫টি মন্দিরের পূজারী/ব্যবস্থাপক, এবং ২২টি সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ/ স্বেচ্চাসেবকসহ কয়েকশত সনাতনী ভক্তদের উচ্ছ্বল উপস্থিতি, এবং অংশগ্রহণ অনুষ্ঠানকে একটি অভূতপূর্ব সনাতনী মিলনমেলায় আনন্দমুখর করে তোলে। মন্দিরের পূজারী, সংগঠনের সেচ্ছাসেবী এবং সংকীর্তনে আগত অতিথিগন দীর্ঘ ২০ বছর ধরে শ্রীচৈতন্য সম্প্রদায়ের সেবাদানের মধ্যদিয়ে প্রবাসে সনাতনী ধারার অবতারনার বিভিন্ন দিক তুলে ধরে শ্রী চৈতন্য সম্প্রদায়ের পবিত্র উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে ২০ বছরের বিভিন্ন অনুষ্ঠানের উপর নির্মিত ‘স্লাইড সো’ প্রদর্শনের শেষে ‘প্রশিক্ষণ সেশনে’ ধুতি পরা, তিলক পরা এবং গীতা পাঠের নিয়ামাবলী প্রদর্শিত হয়। সবশেষে শ্রী চৈতন্য সম্প্রদায়েরনেতৃত্বে প্রায় ১ ঘণ্টা একনাম সংকীর্তন উপভোগ শেষে সকলে মিলে নামকীর্তনের নৃত্যে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।  

উল্লেখ্য, শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনীতে প্রতিষ্ঠিত বাংলাদেশী সনাতনীদের প্রথম দল যারা ২০০৩ সাল থেকে মহাশ্মশান যাত্রা, পুজা, গৃহপ্রবেশ, শ্রাদ্ধ অনুষ্ঠান, শোকসভা, রথযাত্রা প্রভৃতি অনুষ্ঠানে একনাম সংকীর্তন করার মাধ্যমে সনাতনী ধারা লালন-পালনে এক মহতী কাজ করে যাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button