
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত রাতে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। এবার ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় থেকেও সম্মান পেলেন মাহমুদউল্লাহ।
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহর দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছে। পাশাপাশি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরে মন খারাপ বিসিবি সভাপতির ফারুক আহমেদের। বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সকলের জন্যই হৃদয়বিদারক মুহূর্ত। কারণ, প্রায় দুই দশক ধরে মাহমুদউল্লাহ জাতীয় দলের স্তম্ভ হয়ে আছে। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার আত্মনিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানদণ্ড স্থাপন করেছে। সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে সে।’