Top Newsসংবাদ সারাদেশ
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকে সঙ্গে গাজীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী ও দুইজন পুরুষ মারা যান।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।