Top Newsজাতীয়

বিচারহীনতার কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে: জামায়াত আমির

বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্ষণ ও নির্যাতনে নিহত সেই শিশুর জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বিচারহীনতার কারণে বন্ধ হচ্ছে না। এ জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত।’

তিনি বলেন, ‘কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। ধর্ষণের ঘটনায় ৯০ দিনের মধ্যে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই। ৯১ দিন যেন পার না হয়।’

পরে নিহত শিশুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর আগে হেলিকপ্টারে করে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নামেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ আব্দুল মতিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, অফিস সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম  এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হুসাইন, মুহাম্মদপুর উপজেলা আমির নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমির অধ্যাপক আফসার আলী ও ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মো. জুবায়ের হোসেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button