খেলাধুলা

মাহমুদউল্লাহকে বিসিবিতে চান ফারুক আহমেদ

মোহনা অনলাইন

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন। মাঠের ক্রিকেটে মাহমুদউল্লাহ অধ্যায় শেষ হলেও তার তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সাথে যুক্ত হওয়ায় আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

গতকাল শনিবার (১৫ মার্চ) গনমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি তাদের অভিনন্দন জানাই। আগামীতে তারা যাই করে, আমি আশা করব তারা যদি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত থাকে, বিশেষ করে মাহমুদউল্লাহ তো তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। যদি এখনই যোগ দেয় এর চেয়ে খুশি আর হব।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘তারা বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছে, ধন্যাবদ জানাই তাদের। আর চেষ্টা করব যাতে তাদের সম্মান জানাতে পারি।’

৫০টি টেস্টে ৩৩.৪৯ গড়ে মাহমুদউল্লাহর রান ২৯১৪। পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ১৬টি ফিফটি রয়েছে তার। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে ৪৫.৫৩ গড়ে তিনি উইকেট নিয়েছেন ৪৩টি। ২৩৯টি ওয়ানডেতে ব্যাট হাতে ৩৬.৪৬ গড়ে ৫৬৮৯ রান করেছেন তিনি। পেয়েছেন চারটি সেঞ্চুরি ও ৩২টি হাফসেঞ্চুরি।

৫০ ওভারের ক্রিকেটে বল হাতে মাহমুদউল্লাহ ৪৬.৪৫ গড়ে শিকার করেছেন ৮২টি উইকেট। ১৪১টি টি-টোয়েন্টিতে আটটি ফিফটসহ ২৩.৫০ গড়ে তার রান ২৪৪৪। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ২৭.৩৮ গড়ে তিনি পেয়েছেন ৪১টি উইকেট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button