বিনোদন

অপূর্ব-ফারিণের ‘হাউ সুইট’ ট্রেলার

মোহনা অনলাইন

রোম্যান্স, কমেডি ও অ্যাকশনে পরিপূর্ণ বিনোদন দিতে এবারের ঈদে বঙ্গ’তে আসছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। নির্মাতা কাজল আরেফিন অমির প্রতিটি কনটেন্ট দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের। ব্যতিক্রম হচ্ছে না মুক্তির অপেক্ষায় থাকা কনটেন্ট “হাউ সুইট” এর ক্ষেত্রেও!

(১৮ মার্চ) এটি অবমুক্ত হয়েছে। এতে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের দারুণ রসায়নের সঙ্গে রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ চমক।

২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারের শুরুতে সদরঘাট টার্মিনালে দাঁড়িয়ে থাকা অপূর্বকে বলতে শোনা যায়, ফারিণের সঙ্গে ধাক্কা লেগে তার ক্যামেরা-লেন্স ভেঙে পানিতে পড়ে গেছে। এজন্য ক্ষতিপূরণ চেয়ে বসেন নায়ক। ফারিণ তখন ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়ার হুমকি দেন। তার হাত ধরে ফেলেন অপূর্ব! ঝগড়া দিয়ে শুরু হওয়া পরিচয় রূপ নেয় প্রেমে। ওটিটিতে এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে আকাশ সেনের সুর-সংগীতে বালাম ও নাজমুন মুনিরা ন্যানসির গাওয়া একটি নতুন গান থাকছে। এতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন অপূর্ব ও ফারিণ। ট্রেলারে গানটির কয়েক ঝলকে তাদের রসায়ন দেখানো হয়েছে। ট্রেলারের অন্যতম আকর্ষণ হেলিকপ্টারের সামনে অপূর্বর অ্যাকশন দৃশ্য। এছাড়া সবশেষে চমক হিসেবে বন্দুক হাতে হাজির হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও শিমুল শর্মা। আইটেম গানে নেচেছেন লামিমা লাম।

ওয়েব ফিল্মটি কমেডিতে ভরপুর হবে বোঝা যায় ট্রেলারে। খল চরিত্রে এরফান মৃধা শিবলু ও আব্দুল্লাহ রানার সংলাপগুলো হাস্যরস সৃষ্টি করে। গুন্ডাদের হাত থেকে বাঁচতে অপূর্ব ও ফারিণকে পেছনে নিয়ে দ্রুতগতিতে স্কুটি চালিয়েছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। এ দৃশ্যের শুটিং করতে গিয়ে গত বছরের ১৩ ডিসেম্বর তারা তিনজন দুর্ঘটনার শিকার হন। তখন আহত হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাদের।

বুম ফিল্মসের ব্যানারে নির্মিত ‘হাউ সুইট’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন কাজল আরেফিন অমি। ট্রেলার শেষে ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, ২৫ টাকায় বঙ্গ’তে দেখা যাবে এই ওয়েব ফিল্ম। দর্শকদের প্রি-বুক করার আহ্বান জানান নির্মাতা। যারা প্রি-বুক করবেন তাদের মধ্যে ৫০ জন কলাকুশলীদের সঙ্গে বসে প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন।

অপূর্বকে নিয়ে এটাই অমির প্রথম ওয়েব ফিল্ম। এর মাধ্যমে পাঁচ বছর পর আবার একসঙ্গে কাজ করেছেন তারা। আর তাসনিয়া ফারিণকে নিয়ে টানা দুটি ওয়েব ফিল্ম বানালেন তিনি। গত বছর বঙ্গ-তে মুক্তিপ্রাপ্ত অমির ‘অসময়’ ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেন ফারিণ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button