প্রবাস

চীনে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহনা অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বৃহত্তর চীন শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

সাবেক ছাত্রনেতা মোঃ ওয়ালী উল্লাহ এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন কানন।

আলোচনায় সভায় বক্তব্য রাখেন, শেখ মাহবুবুর রশীদ, মোঃ আসিফ হক রুপু, মোঃ হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মোঃ সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদ সহ আরো অনেক নেতৃবৃন্দ।

এই সময় বক্তারা বলেন, বিএনপি নিয়ে অতীতেও ষড়যন্ত্র চলেছে, স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরেও এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের যেন কোনভাবেই পুনর্বাসিত হতে না পারে।

বক্তারা আরো বলেন, তারা আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের আদর্শে, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করবে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানো এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চীন শাখার নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান।

চীনের বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English