
মাহে রমজান মাসের সৌন্দর্য ও ইসলামী চেতনার প্রতিফলন ঘটাতে লিবারেল পার্টি লাকেম্বা ব্রাঞ্চ ইফতার ও ডিনারের আয়োজন করে।
লাকেম্বা ব্রাঞ্চ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ জামান টিটুর সভাপতিত্বে ইফতার ও আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা মার্ক স্পিকম্যান। তিনি অস্ট্রেলিয়ার বহুজাতিক সংস্কৃতির মধ্যে মুসলিম কমিউনিটির গুরুত্ব তুলে ধরেন।
সাইয়ান ইয়াসির জামানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। লাকেম্বা ব্রাঞ্চের বিগত দিনের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
রমজানের মাহাত্ম্য ও ইসলামে ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন ইসলামী স্কলার শেখ সোনার চুরহলো ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্টেট ডিরেক্টর ক্রিস স্টোন, ডেভিড কোলম্যান এমপি, সিনেটর মারিয়া কোকাচিক, মার্ক কোর এমপি, ক্রিস রেথ এসএলসি, লর্ড মেয়র মার্টিন জাইটার, মেয়র সারাহ সোয়ান প্রমুখ।
এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি ও লিবারেল পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।