খেলাধুলা

পিএসএলের প্রাইজমানি ঘোষণা, আইপিএল-বিপিএলের চেয়ে কতটা পার্থক্য

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠছে আজ (শুক্রবার) রাতে। তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রাইজমানি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। যদিও কেবল চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করা হয়েছে। ৬ দল এবং ৩৪ ম্যাচের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৫ লাখ ডলার (৬ কোটি টাকার বেশি) এবং রানার্স-আপের জন্য বরাদ্দ ২ লাখ ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার।’ এর বাইরে বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্টসেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি। তবে এই দুই পুরস্কার মিলিয়ে আর্থিক অঙ্কটা দাঁড়াচ্ছে ৮ কোটি টাকার বেশি।

প্রাইজমানির দিক থেকে বিপিএলের চেয়ে বেশ এগিয়েই থাকবে পিএসএল। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং ব্যক্তিগত সকল পুরস্কার মিলিয়ে বরাদ্দ ছিল ৫ কোটি ৩১ লাখ টাকা। আসরটিতে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল ২ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে। এর আগের আসরে বিপিএল চ্যাম্পিয়নরা পেত ২ কোটি টাকা। এ ছাড়া এবারের রানার্সআপ চিটাগাং কিংস ১ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পায়।

অন্যদিকে, বিশ্বের জনপ্রিয় এবং আভিজাত্যে ভরপুর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ভেতর সবচেয়ে এগিয়ে আইপিএল। ফলে আর্থিক অঙ্কেও যে ভারতীয় এই প্রতিযোগিতার ধারেকাছে কেউ থাকবে না সেটাই স্বাভাবিক। যদিও এবার আইপিএলের প্রাইজমানি ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে গত বছরের মতোই বরাদ্দ থাকছে চলমান অষ্টাদশ আসরেও। যেখানে চ্যাম্পিয়ন দল জিতেছিল ২০ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ কোটি টাকা। আর রানার্সআপ দলকে দেওয়া হয় ১২.৫০ কোটি রুপি বা ১৭ কোটি টাকা।

এ তো গেল দলীয় হিসাব, এর বাইরে টুর্নামেন্টসেরা, সর্বোচ্চ রান-উইকেট-স্ট্রাইকরেট ও বাউন্ডারিসহ সবমিলিয়ে ব্যক্তিগত পরিসরে ১.৫৫ কোটি রুপি বরাদ্দ থাকছে আইপিএল আসর শেষে। এ ছাড়া প্রতিটি ম্যাচেই ৬টি ভিন্ন ক্যাটাগরিতে অর্থ-পুরস্কার প্রদান করা হয়। ম্যাচপ্রতি ক্রিকেটাররা পেয়ে থাকেন প্রায় ৬ লাখ রুপি।

ছেলেদের চলমান আইপিএল শুরুর আগে অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের নিয়ে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) তৃতীয় আসর। সেখানেও ছিল টাকার ছড়াছড়ি আর বড় অঙ্কের প্রাইজমানি। এবারের ডব্লুপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬ কোটি রুপি বা প্রায় সাড়ে ৮ কোটি টাকা। টানা তিনবারই ফাইনালে উঠে রানার্সআপ হওয়া দিল্লি ক্যাপিটালসের পকেটে গেছে ৩ কোটি রুপি বা ৪ কোটির বেশি টাকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English