
বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে দুদক।
বিতর্ক আর সাকিব যেন সমার্থক শব্দ। খেলোয়াড়ি জীবনে সাকিবের বিরুদ্ধে নিয়ম ভাঙার মতো অভিযোগের কোনো শেষ ছিল না। মাঠের বাইরেও অনেক বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অনিয়ম এবং দুর্নীতির তার সম্পৃক্ততার বিষয়গুলো উঠে আসছে আরও জোরালোভাবে।
সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার দুর্নীতি, বেআইনি জুয়া ও ক্যাসিনোয় জড়িত হওয়া, সোনা পাচার, কাঁকড়ার ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট সংক্রান্ত দুর্নীতি, নির্বাচনী হলফনামায় সম্পত্তি লুকোনোসহ বেশ কিছু অভিযোগ ছিল। এবার তার বিরুদ্ধে যুক্ত হয়েছে অর্থ পাচারের অভিযোগ।
এর আগে, গত ৬ এপ্রিল সাকিব আল হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করার কথা জানিয়েছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।